ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন কালীগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হচ্ছেন উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক এ্যাডভোকেট মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক গাজী আব্দুর রাজ্জাক, রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সভাপতি তাহের আলী, সাংগঠনিক সম্পাদক খোকন দাস, কোষাধ্যক্ষ কালা চান বিশ্বাস, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শুকুর আলী, কোষাধ্যক্ষ সোনা মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু অধির দাস, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, রং তুলি শ্রমিক ইউনিয়নের আযম বিশ্বাস, শ্রমিক নেতা আজিজুর রহমান, বদর উদ্দীন, হাসেম আলী প্রমুখ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, নবনির্বাচিত মেয়র কালীগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তর, অসমাপ্ত কাজ সমাপ্ত এবং শ্রমিকদের বিভিন্ন দাবি ও অধিকার আদায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।