14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কারাবন্দী বীর মুক্তিযোদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Link Copied!

মাদারীপুর কারাগারের হাজতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৮ জুলাই) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি টেকেরহাট বন্দরের ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।

ইউসুফ আলী মিয়া দীর্ঘ বছর যাবত স্ব-পরিবারে মাদারীপুর জেলার রাজৈর পৌরসভার ৩ নং ওয়ার্ড টেকেরহাট আবাসিক এলাকায় নিজ বাসস্থানে বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী, দুই পুত্র ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বৌলগ্রামে জানাযা শেষে ইউসুফ আলী মিয়াকে সমাহিত করা হবে।

জানা যায়, ৫ই আগষ্টের পর রাজৈর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা দায়ের করেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। এ মামলায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। পরে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন পেলেও পরবর্তীতে মাদারীপুর আদালতে হাজিরা দিলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন আদালতের বিজ্ঞ বিচারক। সেখানেই বেশ কয়েকদিন কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ বিষয়ে মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম জানান, গতকাল (২৭ জুলাই) দুপুরে হঠাৎ ইউসুফ মিয়াসহ দুইজন অসুস্থ হয়ে পড়ে। এসময় দুইজকেই পুলিশ পাহাড়ায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ইউসুফ আলী মিয়াকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। এরপর তিনি মারা গেছেন কিনা, এ বিষয়ে আমার কাছে এখনো কোন খবর আসে নাই, খোঁজ নিয়ে জানানো যাবে। তবে জেলহাজতের ভিতরে কোন আসামি মারা যায়নি।

http://www.anandalokfoundation.com/