13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়াতে খোলা হল ২০০ শয্যার করোনা ভাইরাস ইউনিট

Rai Kishori
March 13, 2020 4:39 pm
Link Copied!

অসীম মোহন্ত, নন্দীগ্রাম (বগুড়া): প্রাণঘাতী  করোনা চিকিৎসার জন্য বগুড়ার কয়েকটি হাসপাতালে খোলা হয়েছে প্রায় ২০০ শয্যার করোনা ভাইরাস ইউনিট।

হাসপাতালগুলো হলো- বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল, শাজাহানপুরে অবস্থিত টিএমএসএস মেডিকেল কলেজ এবং শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স।

বুধবার বগুড়া সিভিল সার্জন ডা. গাউসুল আজিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যদিও এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। তবু এটি মোকাবিলায় সারাদেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই ধারাবাকিতায় এ অঞ্চলের মানুষের করোনাভাইরাস চিকিৎসায় বগুড়ায় খোলা হয়েছে করোনাভাইরাস ইউনিট।

তিনি আরও জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে- ১৪, মোহাম্মদ আলী হাসপাতালে- ৪৫, টিএমএসএস মেডিকেল কলেজে- ২০ ও শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ৫৫ শয্যা এবং প্রতিটি হাসপাতালের আইসোলেশন বিভাগে ২টি করে বেড সংরক্ষিত রাখা হয়েছে।

http://www.anandalokfoundation.com/