14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার আগস্ট 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

করোনাকালীন ভার্চুয়াল আদালতে ২০ দিনে ৩৩ হাজার ১৫৫ জনের জামিন

Rai Kishori
June 13, 2020 12:02 am
Link Copied!

মহামারী করোনা প্রাদুর্ভাবে ২০ কার্যদিবসে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশের সব অধস্তন ভার্চুয়াল আদালতে ৩৩ হাজার ১৫৫ জনের জামিন মঞ্জুর হয়েছে।

শুক্রবার (১২ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর দিন থেকে ১১ জুন পর্যন্ত মোট ২০ কার্য দিবসে ৬০ হাজার ৩৮৯টি জামিন আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ১৫৫ আসামির জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত।

এছাড়া ২০ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৪৮৯ জন শিশু জামিন পেয়েছে। এরই মধ্যে ৪৬০ জন শিশুকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।

http://www.anandalokfoundation.com/