13yercelebration
ঢাকা

ওপেনহাইমার সিনেমায় সনাতন ধর্মের অবমাননা

Link Copied!

‘ওপেনহাইমার’ সিনেমায় সনাতন ধর্ম অবমাননার গুরুতর অভিযোগ উঠেছে। সিনেমাটি রিলিজ হওয়ার আগেই ভারতীয় মিডিয়ায় ঝড় উঠেছিল যে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার ক্রিস্টোফার নোলান, পরমাণু বোমার জনক জুলিয়াস রবার্ট ওপেনহেইমারের জীবনীভিত্তিক যে মুভি বানিয়েছেন – তাতে দেখানো হয়েছে : এই বিজ্ঞানী শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পরমাণু বোমা বানানোর উৎসাহ পেয়েছেন। কিন্তু সিনেমা হলে গিয়ে দেখা গেল উল্টো চিত্র ― দস্তুরমত শ্রীমদ্ভগবদ্গীতার অবমাননা! সঙ্গত কারণেই প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে।
হাতির রচনায় অপ্রাসঙ্গিকভাবে শ্মশান টেনে এনে – সনাতনীদের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার তো কোন প্রয়োজন ছিলনা! আমার ব্যক্তিগত অভিমত : চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান চলচ্চিত্র শিল্পকে অপমান করেছেন, মহান বিজ্ঞানী রবার্ট ওপেনহেইমারকেও অসম্মান করেছেন।
যার জীবনী নিয়ে সিনেমা- সেই জুলিয়াস রবার্ট ওপেনহেইমার নামটি শুনলেই বোঝা যায় যে, তিনি জার্মান বংশোদ্ভূত। ওপেনহেইমারের ইহুদি পিতা জার্মানি ছেড়ে আমেরিকায় চলে এসেছিলেন। বুদ্ধিমান ইহুদীরা আগে থেকেই আঁচ করতে পেরেছিল যে, জার্মানি তাদের জন্য মোটেও নিরাপদ জায়গা নয়। অথচ আমরা অর্থাৎ বাংলাদেশের সনাতনীরা, ১৯৭১ সালে ইতিহাসের সর্ববৃহৎ হিন্দু-হলোকাস্ট সার্ভাইভার(ব‍্যক্তিগতভাবে আমি নিজেও বটে)। হলে কিহবে, আমাদের কিন্তু এখন পর্যন্ত কাণ্ডজ্ঞানের উদয় হয়নি!
জার্মানরা এমনিতেই অত্যন্ত মেধাবী জাতি, ইহুদি হলে তো আর কথাই নেই। ইহুদিরা বহুমুখী জ্ঞান রাখে, বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে। ১৯৪৫ সালের ৮ জুলাই নিউ মেক্সিকোতে প্রথম আণবিক বোমার সফল পরীক্ষা(ট্রিনিটি টেস্ট)-এর পর, রবার্ট ওপেনহেইমার শ্রীমদ্ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের ৩২তম শ্লোক উদ্বৃত করে বলেছিলেন, “এখন আমি মৃত্যুর কারণ হতে পারি, বিশ্বকে ধ্বংস করে দিতে পারি।” ১৯৪৮ সালের ৮ নভেম্বর টাইম ম্যাগাজিনে এই সংবাদ প্রকাশিত  হয়েছিল।
http://www.anandalokfoundation.com/