কুড়িগ্রাম প্রতিনিধিঃ আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে চেয়ারম্যান প্রার্থী শওকত আলী সরকার বীরবিক্রম এর নৌকা প্রতীকের পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার পাম্প মোড় থেকে চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের প্লাকার্ড নিয়ে সহ¯্রাধিক মোটর সাইকেলের একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে থানাহাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে চেয়ারম্যান পদে নৌকা মার্কায় ও ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি ও চেয়ারম্যান পদ প্রার্থী (নৌকা প্রতীক) শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী(মাইক প্রতীক) মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, আ’লীগ সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, আবু হানিফা রঞ্জু, থানাহাট ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক মিলন প্রমুখ।