13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইরান বিরোধী মিশনে যোগ না দেয়ায় জার্মানকে তিরস্কার করল আমেরিকা

Rai Kishori
August 2, 2019 6:10 pm
Link Copied!

ইরান-বিরোধী আন্তর্জাতিক সামরিক মিশনে যোগ দিতে রাজি না হওয়ায় জার্মানিকে তিরস্কার করেছে বার্লিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল।

জার্মানির একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বৃহস্পতিবার বলেন, জার্মানির ওপর আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে এবং ইউরোপের বৃহত্তম অর্থনীতি হিসেবে তাকে সে দায়িত্ব পালন করতে হবে। জার্মানি আমেরিকার কাছে ঋণী বলেও তিনি বার্লিনকে তিরস্কার করেন।

গ্রেনেল বলেন, পশ্চিমাদের অংশীদার করে রাখতে জার্মানির জন্য আমেরিকা প্রচুর ত্যাগ স্বীকার করেছে। জার্মানিতে ৩৪ হাজার সেনা মোতায়েন করে রাখার জন্য আমেরিকা শত শত কোটি ডলার খরচ করছে। মার্কিন রাষ্ট্রদূতের এসব কথায় জার্মানি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

অবশ্য, গ্রেনেল এর আগেও জার্মানির বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন।  পারস্য উপসাগরে কথিত ‘ইরানি আগ্রাসন’ মোকাবেলার জন্য গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জার্মানিকে আন্তর্জাতিক মিশনে যোগ দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু জার্মান পররাষ্ট্রমন্ত্র্রী সে অনুরোধ নাকচ করে বলেছেন, সংকট সমাধানে বার্লিন কূটনীতির পথ অনুসরণ করবে।

http://www.anandalokfoundation.com/