14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইজ়রায়েলের ও ইরানের যুদ্ধে আপস না করার ইঙ্গিত ট্রাম্পের, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

ডেস্ক
June 19, 2025 8:04 am
Link Copied!

১৩ জুন থেকে শুরু হয়েছে ইজ়রায়েলের ও ইরানের মধ্যে লড়াই। বাড়ছে উত্তেজনা। এই সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে দুই দেশের তরফেই। দুই দেশের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে, মার্কিন প্রেসিডেন্ট এমন কিছু মন্তব্য জারি করেছেন, যা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের আঞ্চলিক পদক্ষেপের বিষয়ে কোনও আপস না করার অবস্থানের ইঙ্গিত দেয়। আর এই ক্রমবর্ধমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরাস।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চাইছি না। আমরা একটি সম্পূর্ণ বিজয় চাইছি। জানেন এই বিজয় কী? তা হচ্ছে কোনও পারমাণবিক অস্ত্র না থাকা।’ ইরান যে কোনও মতেই পারমাণবিক অস্ত্র হাতে রাখতে পারবে না।

এর সঙ্গে ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রটি ধ্বংস করতে সক্ষম। তিনি বলেন, ‘তার মানে এই নয় যে, আমি সেটাই করতে চলেছি। সবাই আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করছেন। কিন্তু আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। দেখা যাক কী হয়।’ ইরান পারমাণবিক  চুক্তিতে সই না করায় তাদের তীব্র সমালোচনাও করেন ট্রাম্প। তিনি বলেন, ‘হয়তো এখনও তা সম্ভব, কিন্তু খুব দেরি হয়ে গিয়েছে।’ ইরান নিয়ে তাঁরা কী সিদ্ধান্ত নেবেন তা এখনও ঠিক হয়নি বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও ইজ়রায়েলকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি।

আর এক দিকে, ইজ়রায়েল-ইরান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। তাঁর মতে, এই ক্ষেত্রে নতুন করে আরও সামরিক হস্তক্ষেপ করা হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সবাইকে, পশ্চিম এশিয়ায় আরও সামরিক হস্তক্ষেপ করার থেকে বিরত থাকার আহ্বানও জানিয়ে তিনি বলেন, ‘এই সংঘাত যেন আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে না পড়ে, সেজন্য আমি সবাইকে জোরালোভাবে সতর্ক করছি।’ সেখানে যে কোনও সামরিক হস্তক্ষেপ পুরো বিশ্বের শান্তি এবং নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার রাতে জ্যেষ্ঠ উপদেষ্টাদের ইরানে হামলার পরিকল্পনায় সম্মতি দেওয়ার কথা জানিয়েছেন। তবে ট্রাম্প এখনো চূড়ান্ত নির্দেশ দেননি এটা দেখার জন্য যে, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কি না। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর একটি হলো ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে, এটি এতটাই সুরক্ষিত যে কেবল সবচেয়ে শক্তিশালী বোমাগুলোর পক্ষেই এটি ধ্বংস করা সম্ভব।

এর আগে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নিয়েছেন কি না। জবাবে তিনি বলেন, আমি করতেও পারি, নাও করতে পারি। এরপর তিনি আবারও ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তুলে বলেন, আগামী সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হয়তো সপ্তাহও লাগবে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর আগে স্পষ্ট করে বলেছেন, তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তাহলে তার অপূরণীয় পরিণতি হবে।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। তৃতীয় একটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্যসাগরে প্রবেশ করেছে এবং দ্বিতীয় একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আরব সাগরের দিকে রওনা হয়েছে।

যদিও পেন্টাগন জানিয়েছে, এই সামরিক মোতায়েন সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক, তবুও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর হামলার সিদ্ধান্ত নেন, তবে এই মোতায়েন যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও সুবিধাজনক করে তুলবে।  এ ছাড়া এটি ইরানের ওপর চাপ সৃষ্টি করার কৌশলও হতে পারে, যাতে তেহরান আত্মসমর্পণ করে বা কিছুটা ছাড় দেয়।

এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। একটি মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী, ইরানে নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলে ইরানি হামলায় এখন পর্যন্ত ২৪ জনের প্রাণ গেছে।

http://www.anandalokfoundation.com/