13yercelebration
ঢাকা

ঝিনাইদহে কৃষকের এ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহ শুর

Brinda Chowdhury
December 31, 2019 6:05 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে কৃষকের এ্যাপসের মাধ্যমে আবেদন করা কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় শুরু করেছে খাদ্য বিভাগ।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা খাদ্য গুদামে এ ধান ক্রয়ের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা খাদ্য পরিদর্শক নুর-উন নবী, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমানসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।

অপর দিকে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাটগোপালপুর খাদ্য গুদামে আমন ধান ক্রয়ের উদ্ভোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম। এসময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল ইন্সপেক্টর জিন্নাত জাহান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছদর উদ্দিন প্রমুখ।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহে এ্যাপসের মাধ্যমে প্রায় সাড়ে ১১ হাজার কৃষক আবেদন করেন।

এর মধ্যে ২১’শ ২৮ জন কৃষকে ‘কৃষকের এ্যাপস’ মাধ্যমে লটারী করে নির্বাচিত করা হয়। ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষকদের কাছ থেকে এ ২৬ টাকা কেজি দরে ২৭’শ ৬১ মেট্টিকটন ধান ক্রয় করা হবে। এ ক্রয় অভিযান চলবে আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত।

http://www.anandalokfoundation.com/