ষ্টাফ রিপোর্টার- মাদারীপুর।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৩শতাধিক রোগীকে ঔষধসহ চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার(২১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পযন্ত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এম.এম হোমিও মেডিকেল হলের পাশে চিকিৎসার মাধ্যমে ঔষধ দেয়া হয়।
হোমিও বিশেষজ্ঞ ডা.সঞ্চয় মন্ডল এর আয়োজনে হোমিওপ্যাথি বিশেষজ্ঞ ডা: হরপ্রসাদ বিশ্বাস, ডা: সুরজ দত্ত, ডা: আবু আলেম মুন্সী, ডা: সজল মন্ডল, ডা: সোমা বৈদ্য, ডা: হাসান সিস্তি, ডা: পীয়ুষ মাল্লিকসহ ৭জন ডাক্তারদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩শতাধিক রোগীকে ক্যান্সার, হাপানি, এলার্জি, জন্ডিস, লিভার সিরোসিস, হেপাটাইটিস বি ভাইরাস, গ্যাস্ট্রিক আলসার, পাইলস, ফিস্টুলা, ডায়াবেটিস, ব্রণ, ব্লাড প্রেসার, চর্ম, যৌনসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসাসহ ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা: মো. ফরিদ হোসেন মিয়া।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালে (আরএমও) ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ, সদর হাসপাতালের ডেন্টাল সার্জন, ডা: আশ্রাফুল আলম, মস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুর রব খানসহ এলাকার গণমান্য ব্যাক্তিরা। তবে রোগীরা অনেক খুশি হয়েছেন ফ্রি চিকিৎসাসহ ঔষধ পেয়ে।