14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আড়পাড়া ইউনিয়নের যুবদলের যুব নেতা আর নাই

Link Copied!

ফরিদপুরের মধুখালী উপজেলা আড়পাড়া ইউনিয়নের যুবদলের যুবনেতা মোহাম্মাদ রনি মোল্যা ক্যান্সার জনিত সমস্যার কারনে রবিবার সকাল প্রায় ৯টার সময় ঢাকা পিজি হাসাপাতালে মারা যান(ইন্না লিল্লাহি———রাজেউন) ।

মৃতে্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৩৮ বছর । তিনি স্ত্রী , ৩পুত্র- ১মেয়ে মা, বাবা, ভাইবোন এবং অনেক গুনগ্রাহী বন্ধু বান্ধব ,আত্মীয় স্বজন রেখে যান ।

রবিবার আছর নামাজ বাদ আড়পাড়া -কামারখালী মদনিাতুল উলুম নছরয়িা ফাজলি (ডগ্রিী) মাদ্রাসা মাঠে জানাযা শেষে আড়পাড়া গোরস্থানে তার লাশ দাফন করা হয় ।

তার আত্মার শান্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী । তাছাড়া পেশায় তিনি একজন মাইক্রোবাস ড্রাইভার ছিলেন ।

http://www.anandalokfoundation.com/