ফরিদপুরের মধুখালী উপজেলা আড়পাড়া ইউনিয়নের যুবদলের যুবনেতা মোহাম্মাদ রনি মোল্যা ক্যান্সার জনিত সমস্যার কারনে রবিবার সকাল প্রায় ৯টার সময় ঢাকা পিজি হাসাপাতালে মারা যান(ইন্না লিল্লাহি———রাজেউন) ।
মৃতে্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৩৮ বছর । তিনি স্ত্রী , ৩পুত্র- ১মেয়ে মা, বাবা, ভাইবোন এবং অনেক গুনগ্রাহী বন্ধু বান্ধব ,আত্মীয় স্বজন রেখে যান ।
রবিবার আছর নামাজ বাদ আড়পাড়া -কামারখালী মদনিাতুল উলুম নছরয়িা ফাজলি (ডগ্রিী) মাদ্রাসা মাঠে জানাযা শেষে আড়পাড়া গোরস্থানে তার লাশ দাফন করা হয় ।
তার আত্মার শান্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী । তাছাড়া পেশায় তিনি একজন মাইক্রোবাস ড্রাইভার ছিলেন ।