13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর সমর্থনে জনসভা অনুষ্ঠিত

Link Copied!

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের অনুষ্ঠিতব্য নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্তে আনারস মার্কার একক চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর সমর্থনে বৃহস্পতিবার বিকেলে সরকারী গৈলা মডেল মাধ্যমিসক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পাঁচটি ইউনিয়নের সর্বশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গৈলা ইউনিয়বাসীর আয়োজনে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু সালেহ মো. লিটন।

গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনারস মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুনীল কুমার বাড়ৈ, আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, উপজেলা আওয়ামী লীগ নেতা ও বরিশাল জেলা পরিষদ সাবেক সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তারক চন্দ্র দে, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদা ইলিয়াস, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাসগুপ্ত, স্থানীয় আওয়ামী লীগের নেতা দিলীপ কর্মকার, শিবু লাল হালদার, দুলাল বাড়ৈ, অরুন মধু, সকোজ মন্ডল ও ইউপি সদস্য সৌরভ মোল্লা।

বক্তারা ধর্মের ধুয়া তুলে সাম্প্রদায়িক সম্প্রীতিনস্ট করা প্রার্থীকে বর্জন করে আগামী ২৯মে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

http://www.anandalokfoundation.com/