14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির শিশু ধর্ষিত, থানায় মামলা দায়ের

Link Copied!

বরিশালের আগৈলঝাড়ায় গুচ্ছ গ্রামে আশ্রয় পাওয়া অসহায় দিনমজুর পরিবারের পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী ধর্ষিত। থানায় মামলা দায়ের।

থানা অফিসার ইন চার্জ মো. অলিউর রহমান থানায় দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামের মতিউর রহমান সন্যামতের ছেলে সুমন সন্যামত (৩৮) স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পড়–য়া শিশু শিক্ষার্থীকে বুধবার দুপুরে শিশুর নিজের ঘরে ঢুকে জোর পুর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক সুমন তাকে ভয়ভীতি দেখিযে পালিয়েয় যায়।

এজাহার সূত্রে আরও জানা গেছে, বুধবার শিশুটিকে ধর্ষণের আগেও বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল সুমন। ধর্ষক সুমনের পঞাচম শ্রেণি পড়–য়া ছেলের সহপাঠী হওয়ায় ওই শিশুর ঘরে অবাধে যাতায়াত ছিল ধর্ষক সুমনের। ঘটনার সময় শিশুটির ছোট বোনকে নিয়ে তার মা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে টিকা দিতে গিয়েছেলেন। শিশুটির বাবা জীবিকার তাগিদে ঢাকায় রিক্সা চালান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বুধবার রাতে ধর্ষক সুমন সন্যামতকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করেছেন, নং-৯ (১৬.৪.২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সোহরাব হোসেন জানান, বৃহস্পতিবার সকালে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষক সুমনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

http://www.anandalokfoundation.com/