13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো মেহেরপুরের আঞ্চলিক ইজতেমা

admin
February 27, 2016 11:07 am
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুরঃ বাদ মাগরীব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মেহেরপুরের তিন দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা। গতকাল শুক্রবার শেষ দিনে মেহেরপুর সরকারি কলেজ মাঠে হাজার হাজার মুসল্লি জুময়ার নামাজ আদায় করেন। এরপরও বয়ান শেষে বাদ মাগরীব আখেরি মোনজাতের জন্য তারা অপেক্ষায় থাকেন এবং আখেরি মোনাজাতে অংশ গ্রহন করেন ।
আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন জেলার হাজার হাজার মানুষের ঢল নামে মেহেরপুর সরকারি কলেজ মাঠে। আখেরি মোনজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল আলহে-সূরা মসজিদের মাওলানা মাহামুদুল হাসান।
শিশু, তরুন, যুবক ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ ছুটে আসেন আঞ্চলিক ইজতেমা ময়দানে। কেউবা যানবাহনে আবার কেউ বা পায়ে হেঁটে আসেন সেখানে। মহিলাদের উপস্থিতিও ছিল লক্ষনীয়। জু’মআ’র পর থেকে দিনের দাওয়াত ও ইমান-আমল নিয়ে বয়ান করেন তাবলীগের মুরুব্বিরা।

এছাড়া মাগরিবের নামাজের পর আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। এসময় হাজার হাজার মানুষ আমিন আমিন ধ্বনি দিয়ে দোয়া সমর্থন করেন। আজ থেকে আবারও বিশ্বের সকল মানুষের কাছে দ্বিনের দাওয়াতে পৌঁছাতে বেরিয়ে পড়বেন মুসল্লিরা

http://www.anandalokfoundation.com/