13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অবৈধ চারটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে খুলনার পরিবেশ অধিদপ্তর  

Brinda Chowdhury
January 23, 2020 8:22 pm
Link Copied!

উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ নড়াইলের কালিয়ায় চারটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে খুলনার পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের চাঁদপুর-উথলি গ্রামের মিঠুন সাহার সাহা ব্রিকস ইটের ভাটাসহ মোট চারটি ইট ভাটায় অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ অভিযান পরিচালনা করেন। অপরদিকে, এ অভিযানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুদা।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, পৌরসভার বুলু শেখের কুলসুরের মেসার্স মা ব্রিকস, উপজেলার বাবুপুরে বিশ্বজিৎ পালের মেমার্স কেবি আই ব্রিকস, একই এলাকায় মো. লিকু শেখের মেসার্স আরবিআই ব্রিকস সনাতন পদ্ধতিতে সরকারের নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনী ব্যবহার করে অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছিল। এ ভাটা গুলি অবৈধভাবে গড়ে উঠেছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। এ কারণে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমান খান ওই সমস্ত অবৈধ ইটভাটা গুলি গুড়িয়ে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, কালিয়া পৌরসভার মেয়র মুশফিকুর রহমান লিটন, কাউন্সিলর শেখ ফসিয়ার রহমান প্রমূখ।
http://www.anandalokfoundation.com/