১৯৭১ সালের ২৩ মার্চ দেশব্যাপী ভিন্ন প্রতিরোধ পালনের মধ্য দিয়ে অতিবাহিত হয়। রাজধানীর সরকারি-বেসরকারি ভবন, বাড়িতে, গাড়িতে কালো পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এই দিনে ‘জয় বাংলা’ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন বঙ্গবন্ধু।
কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকা বিমানবন্দর ভবন, প্রেসিডেন্ট ভবন ও লাটভবন ছাড়া অন্য কোথাও সেদিন পাকিস্তানের পতাকা দেখা যায়নি। জনতা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মোহাম্মদ আলি জিন্নাহর ছবি এবং জুলফিকার আলি ভুট্টো ও জেনারেল ইয়াহিয়া খানের কুশপুত্তলিকা দাহ করে। বিকালে সৈয়দপুরে সেনাবাহিনী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়। সন্ধ্যায় সেনাবাহিনী সৈয়দপুর শহর দখল করে কারফিউ জারি করে।
কোথায় দেখা গিয়েছিল পতাকা?
ঢাকায় সেক্রেটারিয়েট ভবন, হাইকোর্ট ভবন, পরিষদ ভবন, ইপিআর সদর দফতর, রাজারবাগ পুলিশ সদর দফতর, ঢাকা বেতার ভবন, ঢাকা টেলিভিশন ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, টেলিফোন ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, প্রধান বিচারপতি ও মুখ্য সচিবের বাসভবনসহ সব সরকারি-বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা তোলা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাধীন বাংলার পতাকা তোলার সময় সেনাবাহিনীর সদস্যরা বাধা দিলে ছাত্র-জনতা তা উপেক্ষা করে পতাকা তোলেন।
অসহযোগ আন্দোলন তখনও চলছিল। এই দিনে মুক্তিপাগল মানুষ সকাল-সন্ধ্যা পর্যন্ত লাঠি-বর্শা-বন্দুকের মাথায় স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে বঙ্গবন্ধুর বাসভবনে জমায়েত হতে থাকে। ‘জয় বাংলা’, ‘তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব’, ‘তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’, ‘জাগো জাগো বাঙালি জাগো’, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’ স্লোগানে মুখর ছিল দিনটি।
খারাপের জন্যও প্রস্তুত থাকুন
বিকালে জাতীয় পরিষদের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে তাঁর বাসভবনে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মুসলিম লীগ (কাউন্সিল) প্রধান, জমিয়তে ওলামায়ে প্রধান, পাঞ্জাব কাউন্সিল প্রধান ও বেলুচিস্তান ন্যাপের সভাপতি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পশ্চিম পাকিস্তানি নেতারা অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, আমরা চাই দেশের মঙ্গলের জন্য সব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাক। এ সময় বঙ্গবন্ধু বলেন, আপনারা ভালো কামনা করুন, কিন্তু খারাপের জন্যও প্রস্তুত থাকুন।