ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে আটোয়ারীতে জাসদের মানববন্ধন

admin
November 16, 2017 6:44 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  রংপুরের হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলা এবং ঘরবাড়ি জালিয়ে দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

আজ ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে আটোয়ারী প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান আল আমীন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ নজিবুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আলম, রাধানগর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নিতিশ চন্দ্র বর্মন সহ জেলা নেতৃবৃন্দ।

মানববন্ধনে কেন্দ্রীয় ও জেলা এবং উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসদের নেতা কর্মী অংশ নেয়। মানববন্ধনে হিন্দু ধর্মালম্বীদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবী জানানো হয়।

http://www.anandalokfoundation.com/