বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশে অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ ভালো নেই। ফলে এ উন্নয়নকে গল্প বলা মনে হয়। সাধারণ মানুষকে অভুক্ত রেখে এ উন্নয়ন কোন কাজে আসবে না।
আজ বিকেলে যশোর জিলা পরিষদ মিলনায়তনে পার্টির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় মেনন আরো বলেন, সামনে নির্বাচন। নির্বাচন আসলে ষড়যন্ত্রের খেলা শুরু হয়। অথচ সামনে বিশ^ মন্দা আসছে। আমাদের উচিৎ দেশ রক্ষায় কাজ করা। একইসাথে আগামী নির্বাচনে নিজস্ব প্রতীকে সারাদেশে প্রার্থী দেওয়ার কথা বলেন তিনি।
পার্টির যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেসা খান। এছাড়া সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতারা বক্তব্য রাখেন।