ফারজানা মৃদুলা: ২৫ ডিসেম্বর এক স্নিগ্ধ শীতের দিনে জন্ম নেওয়া সাদিয়া নাজ বেড়ে উঠেছেন শিক্ষার আলোয়, আদর্শের ছায়ায়। তাঁর শিক্ষাযাত্রা শুরু মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে যার পূর্ণতা আসে মাস্টারমাইন্ড কলেজ ধানমন্ডি থেকে।
শুরুতে সাংবাদিকতার স্বপ্ন ছিল তার চোখে, কিন্তু সময়ের প্রয়োজনে ও মননের প্রয়োগে হয়ে উঠেছেন শিক্ষক ও উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত স্বপ্নের আঙ্গিনা কমফোর্ট জোন।
৫ ভাই ২ বোনের মধ্যে মা-বাবার ১ম সন্তান নাজ। জীবনের প্রেরণা পেয়েছেন, বাবা মো. আলে হাসান এবং মা গুলশান আরা থেকে। এই প্রেরণার ভিতেই গড়ে উঠেছে তাঁর ব্যক্তিত্ব, শক্ত, পরিশ্রমী, আত্মবিশ্বাস।
হযরত মুহাম্মদ (স.)-এর আদর্শ তাঁর জীবনের নৈতিক দিকনির্দেশনা।
প্রিয় ঋতু কদম ভেজা বর্ষাকাল বরাবরই তাঁকে আকৃষ্ট করে।স্মৃতির এ্যালবামে ঠাঁই করে নেয় প্রথম মেয়েকে কোলে নেওয়া মুহুর্ত। আর সেই মা হওয়ার পরিণত অভিজ্ঞতা থেকেই যেন নিজের ভিত আরও মজবুত করেছেন তিনি।
উদ্যোক্তা হওয়ার পথটা মসৃণ ছিল না। অনলাইন দুনিয়ায় কাজ করতে এসে বুঝেছেন সবার মুখে শুভকামনা থাকলেও, সবার মনে জায়গা নেই। কেউ কেউ প্রশংসা করে মুখে, ভেতরে পুষে রাখে ঈর্ষা। কিন্তু সাদিয়া নাজ তাঁদের মতো নন, তিনি কারও দুঃখে খুশি হন না, কারও প্রাপ্তিতে হিংসা করেন না।
নাজের মতে, আপনার ঘরে বাতি জ্বালানোর আগে, নিজের ভেতরের আলোটা জ্বালান ঘর আপনিই আলোকিত হবে।
প্রিয় কবি কাজী নজরুল, নিজেও কবিতা লিখেছেন কিছু, কিন্তু তা নির্দিষ্ট করে নয়। সময়ের ফাঁকে, অনুভবের আড়ালে লেখা কিছু শব্দ – যা বলে দেয়, তাঁর ভেতরটা এখনও গভীর।
সবচেয়ে বড় কথা, তিনি কষ্টকে ধারণ করেন না, বা কষ্ট নিয়ে পড়ে থাকার মানুষ নাজ নন।
সাদিয়া নাজ একজন মা, শিক্ষক, উদ্যোক্তা ও একজন চিন্তাশীল মানুষ। যিনি নিজে জ্বলে, আশেপাশে আলো ছড়ান। তাঁর এই যাত্রা অন্য নারীদের জন্য এক অনুপ্রেরণার গল্প, যা বলা, শোনা ও শোনানো দরকার।