ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে সড়ক পুনঃসংস্কারের দাবিতে মানববন্ধন করে সচেতন এলাকাবাসী

admin
July 2, 2018 8:09 pm
Link Copied!

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুর এলজিইডি কর্তৃক ৮ কিলোমিটার সড়কের সংস্কার কাজ অনিয়মের প্রতিবাদে ও পুনঃসংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকালে সদর উপজেলার দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পী, আওয়ামীলীগ নেতা বেল্লাল হোসেন, আবুল কাশেম, হুমায়ুন কবির স্বপনসহ স্থানীয় ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসী।

বক্তারা বলেন, স্থানীয় দত্তপাড়া কচুয়া সড়কে এক মাস আগে এলজিইডির তত্ত্বাবধায়নে ৮ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ করা হয়। এখন ওই রাস্তার পিচ ঢালাই উঠে গিয়ে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে। কাজটিতে সংশ্লিষ্ট ঠিকাদার নরমাল মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সড়কটির এমন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তারা। বর্তমানে শিক্ষার্থীসহ এলাকার লোকজন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ অনিয়মের প্রতিবাদে ও দ্রুত পুনঃসংস্কারের দাবিতে এই মানববন্ধন করে এবং পুনঃসংস্কার না হলে আবারো মানববন্ধন করার জন্য  অঙ্গিকার করে স্কুল শিক্ষার্থীরা।

http://www.anandalokfoundation.com/