সামনে বিহারে ভোট। এক ঢিলে অনেক পাখি মারার কৌশল বহু দিনই রপ্ত মোদীর। ‘শুদ্ধ দেশি ঘিয়ে তৈরি বিহারি ব্যঞ্জন’-এর স্টলে গিয়ে তিনি বললেন লিট্টি-চোখা দিতে। পকেট থেকে ১২০ টাকা দিলেন। দুই ভাঁড় চা-ও নিলেন ৪০ টাকা দিয়ে। একটি নিজের জন্য, একটি নকভির জন্য। বসে পড়লেন খাটিয়ায়। চার দিকে ভিড়। কেউ তুলতে চান নিজস্বী, কেউ মেলাতে চান হাত। কাউকে ফেরাচ্ছেন না প্রধানমন্ত্রী। নাভিশ্বাস রক্ষীদের।
মেলায় মোদী রইলেন প্রায় ৫০ মিনিট। ফিরে গিয়ে ছবি, ভিডিয়ো টুইট করলেন। ওই মানচিত্রটি দেখার ভিডিয়োয় লিখলেন: এক মানচিত্রে ভারতের সংস্কৃতি ও বৈচিত্র দেখুন। বিশেষ ভাবে সক্ষম এক মহিলার সঙ্গে কথোপকথনের ভিডিয়োয় শোনা গেল, তিনি মোদী সরকারের দৌলতে ফুটপাত থেকে কী ভাবে নিজের বাড়ি কিনেছেন। আর বিহারি খানা নিয়ে লিখলেন, ‘‘ভারতের এত রং, বৈচিত্র।
নকভি জানালেন, হুনর হাটে তিন লক্ষ শিল্পী রোজগারের পথ পেয়েছেন। সরকার বিনামূল্যে মঞ্চ দেয়। ব্যবসা তাঁদের। বিজেপি প্রচার শুরু করল, এ থেকে শাহিন বাগ কিছু শিখছে কি? নকভি টুইটারে ছবি দিলেন, মোদীর কাটআউট ঘিরে মুসলিম বাচ্চারা। ইঙ্গিত স্পষ্ট।