মেহের আমজাদ, মেহেরপুর (০১-১০-১৬)ঃ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। এই খেলা জাতীয় খেলায় সমাদৃত হলেও গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি এখন আর চোখে পড়ে না। বাংলার ঐহিত্যকে আবারো ফিরিয়ে নিয়ে আসতে মেহেরপুরের সুবিদপুর গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হয়ে গেল গেল বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ব্যাপি হা-ডু-ডু খেলা। পৃষ্ঠপোষতকা না থাকায় এখন সচারাচর আর দেখা মেলে না এই খেলার। খেলাটি দিন দিন হারিয়ে যাওয়ায় এর খেলোয়াড়ের সংখ্যাও কমছে। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় করেছিল বিভিন্ন বয়সের মানুষ।
হা ডু ডু খেলার উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান। মেহেরপুরের শোলমারি, ঝাওবাড়ীয়া নওদাহপাড়া, হিতিমপাড়া, তেরোঘোরিয়া, কাথুলী, আশরাফপুর, শুভরাজপুর, রাজনগর, পুরন্দপুর সহ বিভিন্ন এলাকার ১৬ টি দল খেলায় অংশ গ্রহন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মেহেরপুর সুবিদপুর গ্রামের বাবলু হোসেন ও খেলোয়াড়েরা জানান, হা-ডু-ডু জাতীয় খেলা হলেও এই খেলার আয়োজন না থাকায় পুরোনোরাই এই খেলা খেলছে, নতুন কোন খেলোয়াড় তৈরী না হওয়ায় অনেকে খেলোয়াড় অবসর নিয়েছে অনেকে মারা গিয়েছে। অনেক দিন পর এই খেলা দেখতে পেয়ে খেলা উপভোগ করছেন দর্শনার্থীরা।
মেহেরপুর সুবিদপুর হা-ডু-ডু খেলার আয়োজক কমিটির সদস্য মাহাবুব হোসেন জানান, হারনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই আয়োজন। সরকারি পৃষ্ঠপোষতকা আর টুর্নামেন্টের মাধ্যমে ঐতিহ্যবাহী এই খেলা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দাবি আয়োজকদের।