14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার জুলাই 28, 2025
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর-০৩ আসনের সাবেক এমপির প্রতিষ্ঠানের ৮ জনের বিরুদ্ধে ৫ ভুক্তভোগীর ৫টি মামলা

Link Copied!

জোর করে দখলের পর ব্যক্তিমালাকানা জমিতে মাদারীপুরের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপের নামে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করায় ৫ জন ভুক্তভোগী আদালতে ৫টি মামলা দায়ের করেছেন। এমপি থাকা অবস্থায় জোরজবরদস্তি করে জমি দখল করে আর প্রতিবাদ করলে হামলা ও মামলা ভয় দেখানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। দেরিতে হলেও আদালতের কাছে নায় বিচার পাবেন বলে তাদের।
আইনজীবি জানান, ভুমি আইনে মামলা দায়ের করলে শুনানী শেষে বিচারক পিআইকে তদন্তের নির্দেশ দেন। যদিও অভিযোগ অস্বীকার করে সাবেক এই সংসদ সদস্য বলেন, তাকে হেয় করতেই মামলা দিয়েছে তার রাজনৈতিক বিরোধীপক্ষ। মামলার আসামীরা হলেন, ড. আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইনস্টিটিউট-এর সভাপতি, অধ্যক্ষ এবং আনারনেছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-এর সভাপতি ও অধ্যক্ষ। আর উত্তর রমজানপুর মর্ডাণ একাডেমির সভাপতি ও প্রধান শিক্ষক এবং আলহাজ্জ তৈয়ব আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক।
জানা যায়, ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। একাদশ জাতীয় সংসদে নির্বাচনে মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ছিলেন। ক্ষমতায় থাকায় অবস্থায় কালকিনির উত্তর রমজানপুর নিজ এলাকার সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলেও স্বতন্ত্রী প্রার্থীর তাহমিনা বেগমের কাছে হেরে যান। এবার তার নিজ নামে প্রতিষ্ঠানের বিরুদ্ধে একদিনেই আলাদা ৫টি মামলা দায়ের করেছেন ৫ ভুক্তভোগী।
আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল হক চৌধুরীর আদালতে ভুমি আইনে মামলা করেন সাকিব হাসান, এবিএম সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এবিএম নুরুল আলম, রেহেনা বেগম ও মাসুম বেপারী নামে ৫ ভুক্তভোগী। মামলার এজাহারে বলা হয়, সংসদ সদস্য থাকাকালীন সময় জোরপূর্বক নিজ ও পরিবারের নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। জমি লিখে না দেয়ায় হত্যা ও মামলারও ভয় দেখানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরে রেজিষ্ট্রির না করেই নির্মাণ করেন একাধিক ভবন। ক্ষমতায় থাকা অবস্থায় মুখ খুলতে সাহস পাননি এলাকার মানুষ। দেরি হলেও আদালতের কাছে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা ক্ষতিগ্রস্থদের।
ভুক্তভোগী এবিএম সালাউদ্দিন বলেন, ভুমি দখল প্রতিকার আইন অনুযায়ী আমরা ৫ জনে ৮ ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি। আশা করছি আদালত ন্যায় বিচার করবে। আমার পৈত্রিক সম্পত্তি জোর করে নিয়ে ভবন নির্মাণ করেছে সাবেক সংসদ সদস্য।
আরেক ভুক্তভোগী মেজর (অব.) বীর মুক্তিযোদ্ধা এবিএম নুরুল আলম বলেন, গোলাপ মিয়া ক্ষমতায় থাকাকালীন সময় তার রাজনৈতিক শক্তির কারণে আমরা কেউ জমির কাছাকাছিও যেতে পারি নাই। গোলাপের তান্ডপের কারনেই অনেক মানুষ বাড়িঘরেও থাকতে পারে নাই। অনেকেই বাড়ি ছেড়ে তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে থাকেন। যখন এমপি’র ক্ষমতা কমতে থাকে, তখন এলাকার লোকজন বাড়িতে আসে। গোলাপ মিয়া যে জমিগুলো দখলে নিয়েছে, এই জমি তিনি বা তার প্রতিষ্ঠানের নামে কোন জমি নাই। একজন এমপি গরীবের জমি এভাবে দখল করবে এটা কখনই কাম্য নয়।
আরেকজন ভুক্তভোগী বলেন, আমরা গোলাপের এই অন্যায়ের বিচার চাই। ক্ষমতা পেয়ে কৌশলে জমি দখলে নেয়া এর বিচার হতেই হবে। আর আমাদের জমি আদালতের মাধ্যমে ফেরত চাই।
বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আল আমিন প্রিন্স জানান, মামলার বাদী সবাই কালকিনির উত্তর রমজানপুরের বাসিন্দা। আর একই মৌজায় দখল হওয়া জমির পরিবার ৫ একর ৭৪ শতাংশ। ৪টি প্রতিষ্ঠানের সাথে জড়িত ৮ জনকে মামলায় আসামী করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পিবিআইকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে অভিযোগ অস্বীকার করে সাবেক সংসদ সদস্য মুঠোফোনে জানান, তাকে হেয় করতেই রাজনৈতিক প্রতিপক্ষ একাধিক মামলা করছে। আর অন্যাভাবে কারো জমি দখল করে প্রতিষ্ঠান নির্মাণ করেন বলেও দাবি তার। ড. আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, যাদের জমি প্রতিষ্ঠান রয়েছে সেইসব জমি অর্থের বিনিময়ে, নতুবা কেউ স্বেচ্ছায় দান করেছে, অথবা জমির পরিবর্তীতে কিছু ব্যক্তি অন্যজমি দেয়া হয়েছে। এর আগেই নিজেদের জমি দাবি করে কেউ আদালতে মামলা করেছে, সেই মামলাও আদালত নিস্পত্তি করেছে, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে রায় দিয়েছে। কিন্তু আবারো এই মামলা দায়ের, উদ্দেশ্যমূলক।
http://www.anandalokfoundation.com/