মাদারীপুরের ডাসারে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) বিকালে ৫টার দিকে উপজেলার ধামুসা দূর্গা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্জিনিয়ার রনজিৎ দে, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, কলাকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুন্সি প্রমুখ।
বক্তারা বলেন- ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। জেলার হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের এই দিনটা পেয়েছি।সকলকে সাথে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে চাই।