14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় করোনা ভাইরাস রোধে হাট ও জনসমাগম বন্ধ

Rai Kishori
March 24, 2020 6:50 pm
Link Copied!

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ করোনা ভাইরাস বিস্তার রোধে পাবনার জেলা প্রশাসকের বরাত দিয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ মঙ্গলবার (২৪/৩/২০) থেকে উপজেলার সকল মার্কেট,শপিংমল,বানিজ্যকেন্দ্র,আবাসিক হোটেল,সপ্তাহিক হাট,পশুরহাট এবং জনসমাবেশ হয় এমন সব কিছুই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে খাদ্য,ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান পাট ও কাঁচা বাজার খোলা থাকবে।

গতকাল সোমবার এ সংক্রান্ত এক জরুরী ঘোষনা দেওয়ার পরও আজ মঙ্গলবার বেড়া সিএনবি সাপ্তাহিক হাটে হাজার হাজার মানুষ তাদের পণ্য বেচা-কেনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট এলাকাতে অবস্থান করে।

হাটে ধান বিক্রি করতে আসা বড়শিলার আমোদ আলীকে করোনা ভাইরাসের বিষয়ে জিজ্ঞাসা করায় সে জানায়, সে এ বিষয়ে শুনেছে,তবে ভয়ের কিছু নাই বলেও সে জানায়।

সিএনবি হাটে কাপড় বিক্রি করতে আসা শাহজাদপুরের রহম মোল্লা বলেন,করোনা ভাইরাস আমাদের দেশে হবে না। সরকার বিদেশের এই রোগ নিয়ে অযথা ভীতি কর পরিস্থিতি সৃষ্টি করছে,হায়াত মোউয়ুত সেতো উপরআল্লার হাতে। মুদি দোকানে তেল,লবন,আটা-মসলা কিনতে আসা সাঁথিয়ার নন্দনপুরের আবু সাইদ এর সাথে করোনা ভাইরাস নিয়ে কথা হলে তিনি বলেন,কয়েক দিন চলার মত তেল মসলা আটা কিনে নিয়ে যাচ্ছি,যাতে হাট বাজারে আর না আসতে হয়। করোনা ভাইরাস নিয়ে তিনি আতংকিত কিনা জানতে চাইলে সে আরও বলে,শুধু আমি কেন পৃথিবীশুদ্ধ লোক আজ করোনা ভাইরাসের হিংস্র থাবায় জর্জরিত। মানুষের সচেতনতা আর আল্লাহতালার করুনা ছাড়া এই মহা বির্পযয় থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।

করোনা ভাইরাসের প্রদুর্ভাব মোকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন ধরনের পদক্ষেপের সঠিক প্রয়োগ হলে করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে দেশকে রক্ষা করা সম্ভব হবে, সেক্ষেত্রে দেশবাসীকে সচেতন হতে হবে, নিজেকে, পরিবারকে এবং দেশ বাসীকে করোনা ভাইরাসের মত বিধধংসী সংক্রামিত রোগের হাত থেকে রক্ষা করতে সামাজিক দূরত্ব ও নিজেকে গৃহবন্দি করতে পারলেই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রন করা সম্ভব হবে বলে মনে করেন বিশিষ্ঠ সাংবাদিক শ্রী বসন্ত কুমার দাস।

http://www.anandalokfoundation.com/