14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জন্মাষ্টামী উপলক্ষ্যে বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ

Rai Kishori
August 11, 2020 7:41 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এপথে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত কার্যক্রম সচল রয়েছে।
মঙ্গলবার(১১ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর এপথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষ্য।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক(ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের সব ধরনের পণ্যের আমদানি ও রপ্তানী বাণিজ্যজন্মাষ্টামী উপলক্ষ্যে বেনাপোল বন্দরে আমদানি,রফতানি বাণিজ্য বন্ধ।
বন্ধ থাকবে বলে তাদেরকে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ্য। বুধবার সকাল থেকে পূনরায় এপথে বাণিজ্যিক কার্যক্রম সচল হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন (ওসি) মহাসিন খান জানান, এপথে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন অফিস খোলা রয়েছে। যাদের ভ্রমনের অনুমতি আছে তারা যাতায়াত করতে পারবেন।
জানা যায়, বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল বন্দরের গুরুত্ব অপরিসীম। দেশের স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০ শতাংস হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। প্রতিবছর এ বন্দও দিয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকার পণ্য আমদানি ও ৮ হাজার কোটি টাকার পণ্য ভারতে রফতানি হয়েে থাকে। আমদাইন পণ্য থেকে সরকারের প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আসে।
http://www.anandalokfoundation.com/