বিশেষ প্রতিবেদকঃ মার্কিন নির্বাচনে বিএনপি হিলারি ক্লিনটনকে সমর্থন করায় তিনি হেরে গেছেন বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। এই হিলারি ক্লিনটনের সঙ্গে মিলে মুহাম্মদ ইউনুস বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে, এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। সেই ষড়যন্ত্র সফল হয়নি। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে পৃথিবীর যে প্রান্তেই ষড়যন্ত্র হোক না কেন তা সফল হবে না।
আজ বুধবার ২০তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় গোপালগঞ্জের মুকসুদপুরে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ফারুক খান এসব কথা বলেন।
আজ বুধবার বিকেলে মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুলসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।