ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় ৫৩ কেজি গাঁজাসহ বাহার মিয়া (৫৫) ও আলমগীর হোসেন ওরফে সুফল (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ভাঙ্গা সদর বাজারের নতুন মুরগীর হাট এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃত বাহার মিয়া কুমিল্লা জেলার দক্ষিন সদর থানার ধনপুর গ্রামের মৃত ইয়াসিন মিয়ার ছেলে ও আলমগীর হোসেন ওরফে সুফল একই জেলার চৌদ্দগ্রাম থানার কবরুয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

শুক্রবার সকালে ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্প জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার ও সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে জেলার ভাংঙ্গা থানাধীন ভাংগা বাজারের নতুন মুরগীর হাট এলাকায় অভিযান চালিয়ে বাহার মিয়া (৫৫) ও মোঃ মোঃ আলমগীর হোসেন @ সুফল(৩৪) কে গ্রেফতার করা হয়। এসময় আসামিদ্বয়ের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা, একটি প্রোবক্স প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-৯৮৪১), তিনটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়। ধৃত আসামিদ্বয় কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে ফরিদপুর ও শরীয়তপুর এলাকায় বিক্রি করে আসছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয় ।

http://www.anandalokfoundation.com/