সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা পুলিশ অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে।
সাহস নিয়ে দাঁড়ান অাধার কেটে যাবে প্রধানমন্ত্রীর এই স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলা পুলিশের উদ্যাগে ডোর টু ডোর সপ এর কার্যক্রম শুরু করা হয়েছে। মানুষ যাতে ঘরের বাহিরে না আসে সেজন্য পুলিশের পক্ষ থেকে এমন উদ্যাগ নেয়া হয়েছে। ডোর টু ডোর সপের মাধ্যমে বলা হয়েছে আপনাকে যেতে হবে না দোকান আপনার বাড়ীতেই।
বর্তমান করোনা পরিস্থিতি বগুড়ায় ভয়াবহ রুপ নিতে চলেছে। এ পর্যন্ত বগুড়ায় নারী শিশুসহ ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের ভর্তি রয়েছে। করোনা ভাইরাস যেন বগুড়ায় আর সংক্রমন ঘটাতে না পারে সেজন্যই বগুড়া পুলিশ প্রশাসন ডোর টু ডোর সপ কার্যক্রম শুরু করেছে।
জানা যায়, করোনা ভাইরাস একটি ভয়াবহ ও জটিল জীবানু। এই জীবানু একজন থেকে আর একজনে সংক্রমিত হয়। মানুষ যদি ঘরে থাকে তাহলে এই ভাইরাসের সংক্রমণ হওয়ার কোন সম্ভবনা থাকে না।
তাই মানুষকে ঘরে রাখতে নিরাপদে রাখতে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ডোর টু ডোর সপের আয়োজন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ০১৯৫১৫০০৮০০ নাম্বারে ফোন দিলেই পুলিশের পক্ষ থেকে বাসায় প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে যাবে। আজ ২৩ এপ্রিল থেকে বগুড়া জেলা পুলিশ প্রশাসন এই কর্মসূচী হাতে নিয়েছে।
চলনান করোনা ভাইরাসের যুদ্ধে এর আগে পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রী দের জন্য অনলাইনে শিক্ষামুলক প্রতিযোগীতার আয়োজন করেছে।
বগুড়ার পুলিশ প্রশাসন বগুড়াবাসীর সুরক্ষার জন্য কাজ করে ইতিমধ্যে জনতার কাছ থেকে প্রশংসা অর্জন করেছে।