নাটোরের সিংড়া উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ হয়েছে। সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় কৃষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নূর আহমেদ বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া। এছাড়াও বক্তব্য দেন কৃষক সাদকাত হোসেন খান প্রমুখ।
সমাবেশে চাল,ডাল,তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কৃমানো, সার,বীজ কীটনাশকের দাম কমানো, কৃষি জমির খাজনা সরকারি আদেশ অনুযায়ী কার্যকর,চলনবিলের জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কর্মসূচি গ্রহনসহ ১৪টি দাবী করা হয়।