মো: আনিছুর রহমান, বেনাপোল থেকে: যশোরের স্থানীয় ভাবে প্রকাশিত অনেক পত্রিকা প্রতিদিন আমি পড়ি। তবে বিশেষ করে দৈনিক নওয়াপাড়া পত্রিকাটি পড়ে মনে হয় এটা একটি নিরপেক্ষ পত্রিকা। যা দলমত নির্বিশেষে সব মানুষের কথা বলে। এছাড়া পত্রিকার শিরোনামগুলো পড়ে ও মনে হয় এটি লোকাল পত্রিকা না এটি জাতীয় মানের। আগামীতে পত্রিকাটি পাঠকের চাহিদা মেটাতে এভাবে নিরপেক্ষ ভাবে সবার কথা প্রচার করবে বলে আশাবাদী।
শুক্রবার(১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বন্দর প্রেসক্লাবে অনুষ্ঠিত পত্রিকাটির ৪র্থ প্রতষ্ঠিা বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল আহম্মেদ এসব কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ৯ টায় বন্দরনগরী বেনাপোলের রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,প্রশাসনিক ও সাংবাদিকদের সমন্বয়ে একটি শোভা যাত্রা বেনাপোল স্থলবন্দরের সামনে থেকে বের হয়ে বন্দর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
দৈনিক নওয়াপাড়া পত্রিকার বেনাপোল প্রতিনিধি আনিছুর রহমানের সভাপত্বিতে ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নেয়,পোর্টথানার তদন্ত ওসি শামিম আহম্মেদ,পৌর কাউন্সিলর মিজানুর রহমান, কামরুন্নাহার আন্না,গ্রামের সম্পাদক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্নায় খোকন,বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার বজলুর রহমান,শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান,বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন,পোর্ট থানার উপপরিদর্শক হারুনর রশিদ ও আশরাফ হোসেন প্রমুখ।