13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বজ্রপাতে নিহত ৪ ও আহত ২ শিশু 

Rai Kishori
August 23, 2021 6:21 pm
Link Copied!

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ঃ দিনাজপুরে খেলার মাঠে বজ্রপাতে চার শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই শিশু। তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ ২৩ আগস্ট বিকেল সাড়ে ৩ টার দিকে দিনাজপুর সদর উপজেলার উপশহর ৮ নম্বর ব্লক এর রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্ত পুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-আপন (১২), মিম (১২), হাসান (১৩) ও সাজ্জাদ(১৪)। তাদের সকলের বাড়ি উপশহর ৮ নং ব্লক এর রেল ঘুন্টি এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল। আবার কেউ খেলা দেখছিল।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে বজ্রপাতে চার শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

http://www.anandalokfoundation.com/