14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

admin
October 27, 2016 5:40 pm
Link Copied!

ঝিনাইদহ  প্রতিনিধি॥ ২৭ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তার আহম্মেদ মৃধাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে এ কর্মসূচী পালন করা হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধনে এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ নির্বাহী কমিটির সদস্য ও শৈলকুপা উপজেলার সাবেক চেয়ারম্যান নায়েব আলি জোয়ার্দ্দারের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন মোক্তার আহমেদ মৃধার ছেলে মাহমুদুল হাসান মৃধা সুমন, মুক্তিযোদ্ধা ডাঃ মেহের আলী, রেজাউল খাঁ, রেজাউল ইসলাম, মিজানুর রহমান বাবলু, ও দুধসর ইউনিয়নের চেয়ারম্যান সোয়াইব জোয়ার্দ্দার।

বক্তারা মুক্তার মৃধার উপর হামলাকারি হাকিম ও শামীমসহ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। তারা অভিযোগ করেন, এ হামলার পিছনে প্রভাবশালী টেন্ডারবাজদের হাত রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স্রে একটি ওষুধের দোকানে মুক্তার আহম্মেদ মৃধা ও তার ছেলে গোলাম মোরশেধ মৃধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করা হয়। বর্তমানে তারা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

http://www.anandalokfoundation.com/