মেহের আমজাদ, মেহেরপুরঃ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি বিপিএম এস এম মনির-উজ-জামান বললেন এক শ্রেণীর কুচক্রী মহল রয়েছে যারা চোরের মতো দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে যাচ্ছে।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মুজিবনগর থানা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ দমনে জন সম্পৃক্ততার মাধ্যমে ভিডিপি গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও পথসভায় প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি বিপিএম এস এম মনির-উজ-জামান এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ স্থানীয় জনগণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। আলোচনা সভা শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দারিয়াপুর গ্রামের স্থানীয় জনসাধারণের মাঝে লাঠি তুলে দেওয়া হয়।
এসময় খুলনা রেঞ্জ ডিআইজি বিপিএম এস এম মনির-উজ-জামান বলেন, এক শ্রেণীর কুচক্রী মহল রয়েছে যারা চোরের মতো দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে যাচ্ছে। সম্প্রতি সময়ে পুলিশের উপরেও হামলা চালিয়েছে তারা। সাধারণ মানুষকে হত্যা করেছে। তারা যারাই হোক না কেন, যারা এ ধরনের ঘটনা সৃষ্টি করছে তাদেরকে পুলিশ চেনে, তাদের অপরাধমুলক কর্মকান্ড কঠোর হাতে প্রতিরোধ করা হবে। প্রতিটি জেলায় জেলায় ভিডিপি গঠন করে জনসাধারণকে সম্পৃক্ততার মাধ্যমে দেশের অপরাধ মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।