মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর পৌর সভার নবনির্বাচিত মেয়র আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার) মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।এ সময় গাংনীর বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সাথে আলোচনা করেন।
গতকাল শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, সদর থানার ওসি আহসান হাবিব, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন প্রমুখ। এর আগে নবনির্বাচিত পৌর মেয়র আশরাফুল ইসলাম পুলিশ সুপার হামিদুল আলমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।