মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোলে এবার নতুন করে এক ইমিগ্রেশনে পুলিশসহ এক ওষুধ বিক্রেতা করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার(১২ জুন) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই দুই জনের আক্রান্তের রিপোর্ট পেয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
আক্রান্তরা হলোঃ এসআই তরিকুল ইসলাম বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কর্মরত কাজে নিয়োজিত ছিলো। অন্য জন হলো বেনাপোল বাজারে ষ্টার মেডিকেল ওষুধ বিক্রেতা শওকত হোসেন। আক্রান্ত দুইজনই শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের।
ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত দুইদিন আগে এসআই তরিকুল ইসলাম ও ঔষধ ব্যবসায়ী শওকত আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরিক্ষা করতে দেন। এবং আজ বিকালে নমুনার রিপোর্টে তাদের দু’জনেরই করোনা পজিটিভ কোভিড-১৯ পাওয়া যায়। তাদের দু’জনেরই বাড়ি লাল কাপড় তুলে লকডাউন করে দেওয়া হয়েছে।
করোনা আক্রান্ত দু’জনই স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে অবস্থান করছেন