বিশেষ প্রতিবেদকঃ নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন করার পাশাপাশি একটি সাংবিধানিক কাউন্সিল করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ওই সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে দলটি।
আজ মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করে ওয়ার্কার্স পার্টি। রাষ্ট্রপতির কাছে এসব প্রস্তাব উত্থাপন করেন দলের সভাপতি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনে দুজন নারী সদস্য রাখারও প্রস্তাব করেছেন রাশেদ খান মেনন। এ ছাড়া ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত বা দণ্ডিত কেউ যেন নির্বাচনের কোনো পর্যায়ে অংশ নিতে না পারে সে বিষয়টিও প্রস্তাবিত আইনে উল্লেখ করার দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।
বৈঠক শেষে দলের সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘বিধান থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন আইন আমরা করতে পারিনি। ওই আইনটি খুব জরুরি ভিত্তিতে করা যায় যদি তিনি অধ্যাদেশ জারি করে অথবা সংসদের অধিবেশন ডেকে করতে পারেন।’
রাশেদ খান মেনন আরো বলেন, ‘এই আইনের অধীনে একটি সাংবিধানিক কাউন্সিল করা যেতে পারে। এ সাংবিধানিক কাউন্সিলে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, প্রধান বিচারপতি, স্পিকার, অ্যাটর্নি জেনারেল থাকবেন। প্রস্তাবে বিভিন্ন নাম আসার পর তা ওই সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতিকে দেবে। রাষ্ট্রপতি সে তালিকা দেখে কাউকে বেছে নেবেন।’