মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ পবিত্র আশুরা উপলক্ষ্যে ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে রেল ও সড়ক পথে বন্ধ রয়েছে আমদানি,রফতানি বাণিজ্য। তবে এপথে বাণিজ্য বন্ধ থাকলেও সচল রয়েছে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।
মঙ্গলবার সকাল থেকে দিনভর দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে নিশ্চিত করে বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান,বুধবার সকাল থেকে পুনরায় বাণিজ্য চালু হবে।
বেনাপোল আমদানি,রফতানি সমিতির সহসভপাতি আমিনুল হক জানান, আশুরা উপলক্ষে সরকারি ছুটিতে আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে শত শত ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকলকারখানার কাচামাল,তৈরী পোশাক,কেমিকেল ও খাদ্যদ্রবসহ বিভিন্ন পণ্য রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আযাদ জানান, এ পথে আমদানি,রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। করোনা সুরক্ষা নিয়োম মেনে পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করছে।