14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় কারিতাসের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

Rai Kishori
February 18, 2019 4:00 pm
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী এনজিও কারিতাস বরিশালের উদ্যেগে পারিবারিক সদস্যদের দায়িত্ব কর্তব্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে গৈলা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রবীন-প্রতিবন্ধি ও মাদকসাশক্ত হিতৈশি ক্লাবের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে কারিতাসের এসডিডিবি প্রকল্পের আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৌরনদী ক্যাথলিক মিশনের পুরোহিত ফাদার মিন্টু স্যাময়েল বৈরাগী, কারিতাসের কালকিনি উপজেলার মাঠ কর্মকর্তা উত্তম মন্ডল, গৌরনদীর মাঠ কর্মকর্তা পল রায়. শিক্ষক মো.সাহেবালী শেখ, এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক, লিলা বিশ্বাস, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী প্রমুখ।

http://www.anandalokfoundation.com/