সিলেট প্রতিনিধিঃ অসামাজিকতায় জড়িত থাকার অভিযোগে সিলেট নগরীর সুরমা মার্কেট থেকে নারীসহ ১২জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টায় সিলেট কোতয়ালী থানা পুলিশ নগরীর সুরমা মার্কেট এলাকার নিউ সুরমা আবাসিক হোটেল থেকে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে- কমলগঞ্জের শাহ আলম, সবুজ মিয়া, দক্ষিণ সুরমার তাহির আহমদ, সুমন আহমদ, বেলাল আহমদ, সাহের আলী, কুমিল্লার মোশারফ হোসেন, জকিগঞ্জের সেবুল আহমদ ও সাথী, প্রিয়া, বিথী। এসময় পুলিশ হোটেল ম্যানেজারকে আটক করে। বোডিংয়ের খাতায় আটককৃত কারোরই নাম ঠিকানা উল্লেখ ছিলোনা।
পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে হোটেল সুরমায় অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এখানে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অসামাজিক কার্যকলাপ চলে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। নগরীর প্রতিটি বোডিং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান কোতোয়ালি থানার সহকারি পুলিশ কমিশনার সাজ্জাদুল আলম।