বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়োগ দিয়েছে ভারত। তার স্থানে বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন রিভা গাঙ্গুলি দাস। বর্তমানে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, শীঘ্রই তারা তাদের দায়িত্ব বুঝে নেবে বলে আশা করা হচ্ছে।
২০১৬ সালের জানুয়ারিতে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন হর্ষবর্ধন শ্রিংলা। ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে নিযুক্তের পরে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।