14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় ও বিরোধী দলে থাকলেই দেশ এগিয়ে যাবে: তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
January 30, 2020 8:54 pm
Link Copied!

যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় থাকতে হবে। সেইসঙ্গে বিরোধী দলকেও হতে হবে স্বাধীনতার পক্ষের শক্তি। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ষোলশহরের এলজিইডি ভবনে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরীর  প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা দেশটাই চায়নি, যারা দেশের বিরুদ্ধে লড়াই করেছে, স্বাধীনতার ৫০ বছর পর তারা আস্ফালন করবে,  তাদের রাজনীতি থাকবে, স্বাধীনতার বিপক্ষের শক্তির রাজনীতি থাকবে সেটি কোনও দেশে হওয়া সমীচীন নয়।

বিএনপি রাজীনীতিকে  কুলুষিত  করেছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ।

তিনি আরও বলেন,  গেল ১১ বছর ধরে বিএনপির সবকিছুতে না বলার রাজনীতি যদি না থাকতো তাহলে দেশ আরও এগিয়ে যেত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তব্য দেন।

http://www.anandalokfoundation.com/