14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে থানায় এসে আত্মসমর্পণ স্বামী

Biswajit Shil
November 11, 2019 5:43 pm
Link Copied!

স্ত্রীকে গলাকেটে হত্যার পর কাটা মাথা হাতে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ভারতের উত্তর প্রদেশে নরেশ নামে এক ব্যক্তি।

আজ সোমবার সকালে স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে আগ্রার হারি পর্বত পুলিশ স্টেশনে নরেশ আত্মসমর্পণ করে পুলিশের কাছে স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করে।

নরেশ পেশায় একজন টিভি মেকানিক। নরেশ ১৭ বছর আগে শান্তিকে বিয়ে করেন। তাদের তিন মেয়ে এবং এক ছেলে আছে। তার অভিযোগ তার স্ত্রীর পরকীয়ায় লিপ্ত ছিল অনেকদিন ধরে। এ নিয়ে সংসারে অনেক অশান্তি। তার থেকে বাচ্চারা কি শিখবে তাই একেবারে শেষ করে দিয়েছি।

কেউ বলছে, রোববার রাতে নিজ ঘরে বসে মদ খাচ্ছিলেন নরেশ। সে সময় তার স্ত্রী তাকে মদ খেতে বাধা দিলে এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দা নিয়ে স্ত্রীর মাথায় কোপ দেয় । তবে নরেশের দাবি  স্ত্রীকে হত্যার সময় সে মদ্যপ ছিল না। তার স্ত্রী পরকীয়া করত, এ কারণে তাকে খুন করা হয়েছে।

খবর ইন্ডিয়া টুডে

http://www.anandalokfoundation.com/