14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মুজিবনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

admin
February 5, 2017 12:15 am
Link Copied!

মুজিবনগর  প্রতিনিধি (০৪-০২-১৭):  “শিক্ষা আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব” এই শ্লোগানে মুজিবনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মুজিবনগরে শিক্ষা মেলা, শিক্ষক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

গতকাল শনিবার সকাল ১০ টার দিকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার এস.এম আবুল ফজল, ইন্সটেষ্টর সাইদুজ্জামান। উদ্ভোধনী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

http://www.anandalokfoundation.com/