14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় ওয়াগন ট্রেন থে‌কে ২৩৫ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার

Biswajit Shil
December 9, 2019 10:47 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ ভারতীয় আমদা‌নি পণ্যবাহী ওয়াগান ট্রেন থে‌কে ২৩৫ বোতল ফেন‌সি‌ডিল  উদ্ধার ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বি‌জি‌বি) সদস্যরা।
‌সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার সময় আমদা‌নি পণ্যবা‌হী ওয়াগন থে‌কে বি‌জি‌বি ফেন‌সি‌ডি‌লের এচালান‌টি উদ্ধার ক‌রে।
‌বেনা‌পোল ৪৯ কোম্পা‌নি সদর ক্যা‌ম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবা‌দের ভিওিতে জানতে পেরে, ভারতীয় পাথরবা‌হী এক‌টি ওয়াগান ট্রেন থে‌কে ২৩৫ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার করা হয়।ওয়াগান‌টির ব‌গি নং-৩০০৫৯৮/৬০০৫৮।
এসময় রেলও‌য়ে নিরাপত্তা বা‌হিনী ও কাস্টমস উপ‌স্থিত ছিল।
http://www.anandalokfoundation.com/