14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরের কেশবপুরে উন্মোচিত ‘বৌদ্ধবিহার-মন্দির স্থাপনা’

Rai Kishori
March 20, 2020 5:51 pm
Link Copied!

আবুল কালাম আজাদ: যশোরের কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের ডালিঝাড়া গ্রামে মিলেছে পূর্ণাঙ্গ ‘বৌদ্ধ-বিহার-মন্দির কমপ্লেক্স। প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগীয় অঞ্চলের অফিসের একটি খনন দল এই ‘বৌদ্ধ-বিহার-মন্দির কমপ্লেক্স’ আবিষ্কার করেছে।

বিশেষজ্ঞদের ধারণা, এই স্থাপনাগুলো আনুমানিক খ্রি. ৯ম থেকে ১১ শতকের মধ্যবর্তী সময়ের। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগের পরিচালক আফরোজা খান মিতা এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ ভারতের পশ্চিমবাংলার সংলগ্ন দক্ষিণাঞ্চলে এমন স্থাপনা প্রথম আবিষ্কৃত হলো। দেশের ও বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত অনুসারে এই স্থাপনাগুলোর এমন কিছু অনন্য ও ব্যতিক্রমী বৈশিষ্ট্য রয়েছে যা ভারতীয় উপমহাদেশের পূর্বদিকে ইতোপূর্বে আবিষ্কৃত অন্যান্য বৌদ্ধবিহারগুলোর থেকে একেবারেই আলাদা।

প্রত্নতত্ত্ব ও স্থাপত্যিক এই বৈশিষ্ট্যাবলির বিবেচনায় এই ‘বৌদ্ধ বিহার-মন্দির কমপ্লেক্স ’-এর ধ্বংসাবশেষ বাংলাদেশ ও ভারতের বিহার, উড়িষ্যা ও পশ্চিমবাংলার সমসাময়িক অন্যান্য বৌদ্ধস্থাপনা থেকে আলাদা। অধিদপ্তরের গবেষকগণ এবং তাদের অনুরোধে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশে এমন বৈশিষ্ট্যাবলি সম্পন্ন বৌদ্ধ স্থাপনার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে কি না তা বোঝার ও জানার চেষ্টা করছেন।

এই ব্যতিক্রমী, অনন্য ও বিরল ‘বৌদ্ধবিহার-মন্দির’ স্থাপনাটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মানববসতির বিস্তার ও পরিবর্তন এবং ইতিহাসের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করা হচ্ছে।

খনন কাজ শুরু হয় গত ২২ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ তারিখ হতে আঞ্চলিক পরিচালকের কার্যালয় প্রতœতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগের খনন দল কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের কাশিমপুর মৌজার ডালিঝাড়া ঢিবিতে খনন শুরু করে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার তত্ত্বাবধানে খনন পরিচালনা করছেন আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম সাইফুর রহমান। প্রত্নতত্ত্ব খনন টিমের অন্যান্য সদস্যরা হলেন গবেষণা সহকারী উর্মিলা হাসনাত, মার্কসম্যান মো: রিপন মিয়া, প্রাক্তন সিনিয়র ড্রাফটসম্যান মো. জাহান্দার আলী ও প্রাক্তন আলোকচিত্রকর মো. আবদুস সামাদ। খনন কাজে মহাস্থানগড় বগুড়া হতে আগত দক্ষ খনন শ্রমিক ও স্থানীয় শ্রমিক দ্বারা খনন কার্যক্রম চলছে। মার্চ ২০২০ মাস পর্যন্ত খনন কার্যক্রম চলবে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার বলেন, ‘ খননের ফলে আনুমানিক ৯ম- ১১শ শতকের একটি বৌদ্ধ বিহার উন্মোচিত হয়েছে। বিহারের পূর্বদিকে দুটো বৌদ্ধ মন্দির এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে টানা বারান্দা, ভেতরের ও বাইরের দিকে দেওয়ালসহ সর্বমোট ১৮টি কক্ষ উন্মোচিত হয়েছে। বিস্তৃত খনন করা সম্ভব হলে আরো স্থাপত্যিক কাঠামোর উন্মোচন হবে।’

সহকারী পরিচালক এ কে এম সাইফুর রহমানের বলেন, ‘রিচার্ড এটনের জনপ্রিয় তত্ত্ব এবং প্রচলিত ইতিহাসের ধারাবাহিকতা অনুযায়ী দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের ইতিহাস সুলতানি যুগের পূর্বে নয়। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় খুলনার সাম্প্রতিক গবেষণায় প্রাপ্ত প্রতœতত্ত্ব আলামতসমূহ এই অঞ্চলের ইতিহাসের ধারাবাহিকতা আদিমধ্য যুগ পর্যন্ত দীর্ঘায়িত করেছে। দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে আদিমধ্য যুগীয় বসতির আলামতের হিসেবে এটি আরো একটি নতুন এবং অনন্য সংযোজন। ইতিপূর্বে এই অঞ্চলে প্রাপ্ত সবগুলো স্থাপত্য কাঠামোই আদিমধ্য যুগীয় বৌদ্ধ মন্দির। এবছর ডালিঝাড়া ঢিবিতে পরিচালিত প্রত্নতত্ত্বাতিক খননের ফলে একটি বৌদ্ধ সংঘারাম বা বিহারের স্থাপত্য কাঠামো পাওয়া গিয়েছে। এটি দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকায় আদিমধ্য যুগের বসতিরই প্রমাণ।’

http://www.anandalokfoundation.com/