এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানী করার চেষ্টায় আবু বক্কর ছিদ্দিক(৪০) নামের এক বখাটের এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ আবু আউয়াল।
২১মে (শনিবার) দুপুরে পঞ্চগড় থেকে একটি গেটলক বাসে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের ঐ স্কুল ছাত্রী তার পিতা সহ বোদায় আসছিলেন।
বাসের পাশে ছিটে বসা এক বখাটে এই স্কুল ছাত্রীকে শারিরিক ভাবে উত্ত্যক্ত করলে সে তার পিতাকে জানায়। তার পিতা তাৎক্ষণিক মোবাইল ফোনে
বোদা থানা পুলিশকে খবর দিলে পুলিশ বোদা গেটলক বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করে।
আটককৃতকে বোদা থানার পুলিশ উপজেলা নির্বাহী কার্যালেয় নিয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার এই বখাটেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
বোদা থানার পুলিশ তাকে সাথে সাথে জেল হাজতে প্রেরণ করেন। আটককৃত এই বখাটের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চরদেলুয়া গ্রামে।
সে ঐ গ্রামের আজমত আলীর পুত্র বলে পুলিশ জানিয়েছেন।