14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে শত্রুতা করে চাষীর ফসল পুড়ালো দূর্বত্তরা

Biswajit Shil
December 9, 2019 5:24 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃবেনাপোল সীমান্তে শাাবুদ্দিন নামে দিন আনা দিন খাওয়া এক বর্গা চাষীর ২৫ কাটা জমির কলাই পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। এসময় আগুনের উত্তাপে ক্ষেতের অনেকগুলো আম গাছের চারাও পুড়ে যায়।
সোমবার (০৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ চাষী বেনাপোলের বড় আচঁড়া গ্রামের গনি শেখের ছেলে।
চাষী শাহাবুদ্দিন জানান, তার নিজের কোন জমি নাই। পরের জমি বর্গা নিয়ে চাষ করেন। রাতে ঘুমিয়ে ছিলেন, গভীর রাতে প্রতিবেশিরা তার বর্গা নেওয়া কলাই ক্ষেত্রে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়। এসময় তিনি দৌড়ে গিয়ে গ্রামবাসীর সহযোগীতায় কিছু ফসল রক্ষা করতে পারলেও অধিকাংশ পুড়ে যায়। এতে তিনি খুব ক্ষতিগ্রস্থ হয়েছেন। এবছর  কিভাবে ধার-দেনা মেটাবেন চিন্তাই পড়েছেন।
প্রতিবেশিরা জানান, অসহায় এই কৃষকের ফসল যারা শত্রুরা করে পুড়িয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের খুজে সাজা দেয়। যাতে অন্য কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, ক্ষতিগ্রস্ত চাষী অভিযোগ জানালে পুলিশ তদন্ত সাপেক্ষেঅভিযুক্তদের বিরুদ্ধে  যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করবে।
http://www.anandalokfoundation.com/