14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চাপ্টারের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি

Link Copied!

বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চাপ্টারের কার্যক্রমে শ্রী কপিল কৃষ্ণ মন্ডল, শ্রী সুবীর কান্তি সাহা, শ্রী লিটন কৃষ্ণ দাস ও কিছুব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির সদর দপ্তর।

২৭ আগস্ট(রবিবার) নয়াদিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সদর দপ্তরের দায়িত্ব প্রাপ্ত যুগ্ম মহাসচিব স্বামী বিজ্ঞানানন্দ স্বাক্ষরিত নোটিশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞায় বলা হয়, আমরা শ্রী কপিল কৃষ্ণ মন্ডল, শ্রী সুবীর কান্তি সাহা, শ্রী লিটন কৃষ্ণ দাস, এবং অন্যান্য যারা বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বাংলাদেশ, বিশ্ব হিন্দু পরিষদের মতো নাম ব্যবহার করে সত্ত্বা পরিচালনা এবং নিবন্ধিত সত্ত্বার দাবি করে তাদের বিষয়ে বিষয়টির সমাধান করতে চাই। বাংলাদেশ, ভিএইচপি ফাউন্ডেশন বাংলাদেশ এবং বাংলাদেশের মধ্যে অনুরূপ বৈচিত্র। অভিযোগ করা হয়েছে যে তারা ভারতে নয়াদিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সদর দফতরের অংশ, সহযোগী বা সহযোগী হিসাবে তাদের সংযোগ জাহির করছে। আমরা নয়া দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের প্রধান কার্যালয়, ভারত, দ্ব্যর্থহীনভাবে শ্রী কপিল কৃষ্ণ মন্ডল, শ্রী সুবীর কান্তি সাহা, শ্রী লিটন কৃষ্ণ দাস এবং পূর্বোক্ত সত্ত্বাদের অবস্থা স্পষ্ট করতে চাই। তাদের কেউই, বা যে সত্ত্বার সাথে তারা যুক্ত, তারা যেকোন পরিস্থিতিতে, নয়াদিল্লি, ভারতে বিশ্ব হিন্দু পরিষদ আন্তর্জাতিক সদর দফতরের অংশ, সহযোগী, বা অনুমোদিত নয়। যে কেউ বিশ্ব হিন্দু পরিষদের নামে তহবিল দিতে বা সহায়তা দিতে চান তাদের ব্যক্তিগত ক্ষমতায় তা করা উচিত। নয়াদিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সদর দপ্তর, ভারত, তাদের কোনো কার্যক্রম বা দায়বদ্ধতার জন্য কোনো দায়বদ্ধতা রাখে না।

বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চাপ্টারের কার্যকম

বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চাপ্টারের কার্যকম

বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চাপ্টার এর কার্যক্রম বাংলাদেশে জয়ন্ট স্টক থেকে নিবন্ধিত ভিএইচপি ফাউন্ডশন নামে সংগঠন পরিচালিত হয়ে আসছে। যার নিবন্ধন নং S-13059 । উক্ত কমিটিতে সাত ব্যক্তি হলোঃ এম এম ওবায়দুর রহমান(চেয়ারম্যান), কপিল কৃষ্ণ মণ্ডল(মহাসচিব), বাদল কৃষ্ণ সাহা(কোষাধ্যক্ষ), সাধন কুমার দাস(সদস্য), লিটন কৃষ্ণ দাস(সদস্য), তুষার কান্তি গুহ(সদস্য) ও মিরন বিশ্বাস(সদস্য)

উক্ত নিবন্ধনের আর্টিকেল অব মেমোরেন্ডাম এ সংগঠনের উদ্দেশ্যবলী ছিলঃ

  1. To carry on humanitarian or charitable program among the poor people.
  2. To take initiative for enhancing knowledge of science, literature & arts by establishing school, college & University.
  3. To take initiative for distribution of relief among the neglected poor people.
  4. To train the illiterate and half-literate people for increasing their performances by ensuring advanced education system.
  5. To aware the common people, poor people and human society for their humanitarian activities.
  1. To set up library or reading room for growing reading habit to the common people.
  2. To publish reare/old manuscript of the lost folklore of the country including the myth book after being collected them.
  3. To arrange exhibition of sculptured/collection of painting through display center, museum and mobile museum.
  4. To set up museum of display of sculpture and paintings.

    10. To set up institute of fine Arts for arrangement of drawing competition.

  1. To publicity about literary works among the common people.
  2. To arrange publicity regarding archealogical and historical precedent or to establish educational research centre.
  3. To collect and preserve machinery and scientific equipment and to aware to the people for its usefulness.
  4. To establish Mosque and Madrasa for enhanching the equality of Islamic education and to distribute free books amongst the poor Alema and Olama.বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চাপ্টারের কার্যকম

উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ ভারতের একটি হিন্দুত্ববাদী সামাজিক সংগঠন। এটি এর ইংরেজি নামের আদ্যাক্ষর VHP দিয়েই বেশি পরিচিত। এটি ১৯৬৪ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দলের শাখা হিসাবে যাত্রা শুরু করে। দলটি  এটি হিন্দুত্ববাদী দলসমূহের মাতৃসংগঠন সংঘ পরিবার এর অন্তর্গত। দলটির স্লোগান হলো “ধর্ম রক্ষতি রক্ষিতঃ” (धर्मो रक्षति रक्षितः), তথা ধর্মকে সুরক্ষা করলে ধর্ম বাঁচায়। এই দলের প্রতীক হলো বট গাছ। বর্তমানে বিশ্বের ১২৫টিরও বেশি দেশে এই সংঘঠনের কার্যক্রম চলমান।

http://www.anandalokfoundation.com/