14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মুজিববর্ষ পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বব্যাপী সঞ্চারিত হবে -লায়ন গনি মিয়া

Ovi Pandey
January 21, 2020 3:34 pm
Link Copied!

দি নিউজ ডেক্সঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, মুজিববর্ষ পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বব্যাপী সঞ্চারিত ও প্রসারিত হবে। ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো।

শুধু বাংলাদেশের সীমানার মধ্যেই নয়, বছরব্যাপী নানা আয়োজনে মুজিববর্ষ উদযাপিত হবে বিশ্বের ১৯৫টি দেশে। বঙ্গবন্ধু তাঁর কর্মে ইতোমধ্যে বিশ্ববন্ধুতে পরিণত হয়েছেন। তাঁর জন্মশত বার্ষিকী বিশ্বব্যাপী পালনের মাধ্যমে বিশ্বপরিম-লে বঙ্গবন্ধু ও বাংলাদেশ আরও আলোকিত হবে। বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত-মেহনতি মানুষের নেতা ছিলেন। তিনি আজীবন মানবতার জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ।

বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে, ভাষা আমাদের বাংলা, জাতিতে আমরা বাঙালি, ধর্মে আমরা নিরপেক্ষ। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার আহ্বান জানান। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২১ জানুয়ারি সকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ এর উদ্যোগে আয়োজিত ‘মুজিব জন্ম শতবর্ষ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা ও অসহায় হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মুজিববর্ষে প্রত্যেককে স্বীয় দায়িত্ব, সততা ও স্বচ্ছতার সাথে পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা সম্ভব।

বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম এ হামিদ, সোনার গাঁ জাদুঘর জামে মসজিদ এর খতিব মাওলানা আবু আইয়্যুব আনসারী ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া। বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাজী মারুফ বিল্লাহ এর সঞ্চালনায় আলোচনা শেষে অসহায় হতদরিদ্র মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

http://www.anandalokfoundation.com/